• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫৪:০৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫৪:০৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

শুধু ভোটের সময় নয়, ভোটের পরেও মানুষের পাশে থাকি: এমপি জাহাঙ্গীর

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি বলেন, ‘আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু ভোট এলেই মানুষের ঘরে যাই না, ভোটের পরেও মানুষের পাশে থাকি।’২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকার বাঙ্গুরা থানার রাজাচপিতলা গ্রামে এক মেজবান অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি।এ মেজবান অনুষ্ঠানে আরও অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান, জাতীয় সংসদের বিরোধী দলের প্রধান জিএম কাদের এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমীন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মশফিকুর রহমানসহ অনেকে।এমপি জাহাঙ্গীর সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, যেন আমরা সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকি। আমরা শুধু ভোট এলেই ভোট চাইতে জনগণের ঘরে যাই না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের আগে-পরে সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকে।’তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আপনারা বয়স্ক ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, উপবৃত্তির টাকা পাচ্ছেন। তিনি আপনাদের টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। আপনারা বঙ্গবন্ধুকন্যার জন্য দোয়া করবেন যাতে তিনি আমৃত্যু এদেশের নেতৃত্ব দিতে পারেন।’