ডুমুরিয়ায় জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন উপজেলার প্রাণকেন্দ্র ডুমুরিয়া বাজার কালীবাড়ি মোড়ে, আব্দুল হামিদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে, আধুনিক ও স্মার্ট চিকিৎসা সেবার ব্রত নিয়ে ডুমুরিয়া জনতা হসপিটালটির উদ্বোধন করা হয়।এ সময় জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী ভুট্টো বলেন, জনতা হসপিটাল হবে গরিব, অসহায় ও ছিন্নমুল মানুষের সেবা কেন্দ্র। আর্থিক অসচ্ছল, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে অপারেশনসহ সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করাই হবে ডুমুরিয়া জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মুখ্য উদ্দেশ্য।মানব সেবার ওই প্রতিষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল কাইয়ুম জমাদ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ, খলশি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান গাজীসহ উপজেলার বিভিন্ন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, খলশি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান।