• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:১২:৫৫ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:১২:৫৫ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় মেম্বারের ঘর থেকে গরিবের ২৫৩ কেজি চাল জব্দ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মহিলা অধিদপ্তর কর্তৃক সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা ভি ডাবলিউ বির ২৫৩ কেজি চাল জব্দ করা হয়েছে।৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকের বাড়ি থেকে বিভিন্ন জায়গা খোলা এবং বস্তাসহ এই চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী। খান মরিচের মোছা. হাসিনা খাতুন এবং ছকিনা খাতুনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।সোমবার সকাল থেকে খানমরিচ ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় ইউপি কার্যালয় চত্বরে স্থানীয় সুবিধাভোগী কয়েকজন ওই চাল নেওয়ার জন্য আসে। এ সময় রফিক মেম্বার সুবিধাভোগীদের থেকে চাউলের অংশ ভাগ চায়। সুবিধাভোগীরা অনেকেই রফিক মেম্বারকে ভাগের অংশ দিয়ে চাল নিয়ে যায়। আর যারা ভাগের অংশ দিতে আপত্তি করে তাদেরকে চাল দেওয়া থেকে বিরত রাখে।ভি ডাবলিউ বির চাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন তাসমীয়া আক্তার রোজী সহকারী কমিশনার (ভূমি)। তিনি জানান, জব্দকৃত চাল থানার জিম্মায় রাখা হয়েছে।