• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

হাবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা” অনুষ্ঠিত হয়েছে।৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ১ এর সামনে অনুষ্ঠিত প্রদর্শনী মেলার উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।এ সময় উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মফিজ উল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকবৃন্দসহ কর্মকর্তাবৃন্দ।মেলায় বারি মূল জাতীয় সবজি ধৌতকরণ যন্ত্র, বারি শস্য ঝাড়াই যন্ত্র, বারি কম্পোস্ট সেপারেটর, বারি শক্তি চালিত বাদাম মারাই যন্ত্র, মোবাইল বারি ভুট্টা মারাই যন্ত্র, বারি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রসহ আরও বেশ কিছু যন্ত্র প্রদর্শন করা হয়।পরবর্তীতে অডিটোরিয়াম ১ এ “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, এআইই বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিদ্দিকুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরল আমিন, সভাপতিত্ব করেন হাবিপ্রবির এআইই বিভাগের প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার।এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা আয়োজকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিদেশি প্রযুক্তির আদলে অনেক কম খরচে দেশীয় প্রযুক্তি উদ্ভাবন করছেন। ফলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। এসব প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে, যদিও ইতোমধ্যে অনেক প্রযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছে গেছে। এতে কৃষির উৎপাদন খরচ অনেকটা কমে গেছে, ম্যানপাওয়ার সেভ হচ্ছে এবং সময় কম লাগছে।