নিজ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ হেফাজতে বাবা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে ৫ বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। ২৮ ডিসেম্বর শনিবার সকালে ঈশ্বরদী পৌর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা আকাশ (২২) ঈশ্বরদী পৌর সভার ফতেমোহাম্মদপুর এলাকার বাসিন্দা।ভিকটিমের মা অভিযোগ করে বলেন, সকালে আমার মেয়ের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে দেখে তাকে জিজ্ঞাসা করি তার ভাই তাকে মেরেছে কিনা। তখন আমার ছেলে তার আব্বুর কথা বলে। পরে আমার স্বামীকে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার গোপনাঙ্গে ক্ষত দেখা যায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. হাওয়া খাতুন জানান, মেয়েটির গোপনাঙ্গে ক্ষত চিহ্ন পেয়েছি। পুলিশ কেস হিসেবে রেজিস্টার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা মেয়েটিকে ওয়ানস্টপে পাঠানোর ব্যবস্থা করেছি।ঈশ্বরদী থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সৎ বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।