• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৫:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৫:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মোটরসাইকেলে ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি দম্পতি এখন আমিরাতে

আমিরাত প্রতিনিধি: বাংলাদেশের চট্টগ্রাম থেকে মোটরসাইকেলযোগে ওমরাহ পালন করতে যাওয়া ভ্রমণপ্রিয় তরুণ মাসদাক চৌধুরী এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সফর সঙ্গী হিসেবে সাথে আছেন তাঁর সহধর্মিণী মালিহা।৮টি দেশের প্রায় ১৩ হাজার কিলোমিটারেরও বেশি দুর্গম পথ পাড়ি দিয়ে ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান তিনি।গত ১১ আগস্ট চট্টগ্রাম থেকে ওমরাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মাসদাক দম্পতি।যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছান মাসদাক চৌধুরী। তিনি যাত্রা পথে ভারতে ১৪ দিন, পাকিস্তানে ২৬ দিন, আফগানিস্তানে ১২ দিন, তাজিকিস্তানে ১১ দিন, উজবেকিস্তানে ৪ দিন, ইরানে ২৬ দিন অতিবাহিত করে বর্তমানে আরব আমিরাতে আছেন ১৮ দিন ধরে।প্রতিটি দেশ তিনি সড়ক পথে পাড়ি দিলেও কেবল আরব দেশে সড়ক সুবিধা না থাকায় পানিপথ ব্যবহার করতে হয়েছে মোটর সাইকেল পারাপারে। তিনিই প্রথম বাইক রাইডার, যিনি দেশ থেকে এতদূর পথ মোটর বাইক নিয়ে পাড়ি দিলেন।তবে তিনি ২০১৯ সালেও ওমরার উদ্দ্যেশ্যে একা বের হয়েছিলেন মাসদাক। সে সময় করোনায় বর্ডারে বাঁধার কারণে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও দুবাই থেকে দেশে ফিরতে হয়েছিল তাকে।চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট বুড়িশ্চর এলাকার মুহাম্মদ মুহিউদ্দিন চৌধুরীর ছেলে মুহাম্মদ মাসদাক চৌধুরী। দুই ভাই, তিন বোনের মধ্যে তিনি মেঝ।