• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:২০:০৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:২০:০৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার বিচারের দাবিতে শরীয়তপুরে মোটরসাইকেল শোডাউন

শরীয়তপুর প্রতিনিধি: দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে শরীয়তপুরে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।১৬ আগস্ট শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শহরের প্রেমতলা মোড় থেকে শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সির নেতৃত্বে শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী এতে সভাপতিত্ব করেন।সমাবেশে বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খবির হোসেন, সদস্য সচিব ডা. শাহজালাল সাজু, শ্রমিক অধিকার আহ্বায়ক এবি হান্নান, যুব অধিকারের ওবায়দুল হক শুভ, ছাত্র অধিকারের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এমএম সম্রাটম, জেলার সভাপতি জীবন আহমেদ নান্টু প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে এদেশে গণ জাগরণ তৈরি হয়েছিল। তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের পতন হয়েছে।তারা আরও বলেন, আর এ কারণেই দেশের মধ্যে যারাই সন্ত্রাস নৈরাজ্য করবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। শেখ হাসিনা ও দোসরদের দেশের ছাত্র জনতাকে হত্যা, গুম, নির্যাতন এবং দেশের অর্থ লুটপাটসহ বিভিন্ন অপরাধের জন্য বিচারের এনে ফাঁসির দাবি জানান তারা।