নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান: ৪ মোটরসাইকেল জব্দ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে বিভিন্ন অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং উচ্ছেদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টায় শহরের চাষাড়া মোড়, মীর জুমলা সড়কসহ ২নং রেল গেট পর্যন্ত ওই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযানে যানবাহন অবৈধ পার্কিংয়ের দায় ৩ জনকে ১৪০০ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ পার্কিংয়ের দায়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।তিনি আরো জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চলবে।