• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৮:২০ (16-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৮:২০ (16-Apr-2025)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজ মসজিদে মোবাইল চুরি, সন্দেহভাজনের দেখা মিললো সিসি টিভিতে

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ মসজিদে দিনের বেলাতেই অভিনব কৌশলে মোবাইল ফোন চুরি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক যুবকের সন্দেহজনক চলাফেরা। গত ১০ এপ্রিল বৃহস্পতিবার যোহরের নামাজের সময় এ ঘটনা ঘটেছে।কলেজের মসজিদ থেকে চুরিকৃত মোবাইলটির মডেল vivo y60। চুরি যাওয়া মোবাইলের মালিক ঢাকা কলেজ স্নাতক ২০২১-২২ সেশনের ইংরেজী বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেন। তিনি ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের একজন আবাসিক শিক্ষার্থী। এ ঘটনায় মোবাইল ফোন ফিরে পেতে তিনি ঢাকা কলেজ হল প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন।অভিনব এ চুরির ঘটনায় মসজিদের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত অল্পবয়সী এক ব্যক্তি পুরোপুরি যোহরের নামাজ শেষ না হতেই বেরিয়ে যাচ্ছেন। এর আগে ফুটেজে অস্পষ্ট আকারে দেখা যায় মসজিদের দেয়ালের কাছে রাখা আইপিএসের উপরে রাখা মোবাইলের পাশে দিয়ে হেঁটে যেতে দেখা যায়।চুরি যাওয়ার মোবাইলের মালিক জাহিদ হোসেন বলেন, গত বৃহস্পতিবারে যোহরের নামাজ আদায় করার পূর্বে মসজিদের আইপিএসের উপরে মোবাইল রেখে দিয়ে প্রতিদিনের মতো নামাজে দাঁড়িয়ে ছিলাম। যোহরের সুন্নত নামাজ পড়ে দেখি আইপিএসের উপরে আমার মোবাইলটা নেই।পরে আনোয়ার স্যারের সাথে ফোন চুরির বিষয়ে বললে তিনি সিসিটিভি ফুটেজ দেখতে বলে। সিসিটিভি ফুটেজে আমরা বড় স্ক্রিনে দেখেছি মসজিদে নামাযে এসেছিলে এমন কেউ আইপিএসের কাছে যায়নি। কালো গেঞ্জি পরা ব্যক্তি আইপিএসের কাছে দিয়ে যাওয়ার সময় মোবাইল চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করছি। আমি নামাজে ছিলাম তখন লোকটি আমার দিকে বেশ কিছু সময় তাকিয়েছিল।চুরিকৃত মোবাইলে ভুক্তভোগী শিক্ষার্থী কল দিলে বিকাশের পাসওয়ার্ডের পরিবর্তে মোবাইল ফোন ফেরত দেয়ার কথা বলে চোর কল কেটে দেন।পূর্বে ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাস থেকে একাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনা রোধে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবাসিক হলগুলোতে সিসিটিভি বসায় কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা ভাষ্যমতে, কিছুদিন চুরির ঘটনা না ঘটলেও মসজিদ থেকে মোবাইল চুরিতে আবারও চুরি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।মসজিদ থেকে মোবাইল চুরির বিষয়ে ঢাকা কলেজ হল কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ বলেন, ‘মোবাইল চুরির বিষয়টি জানানোর সাথে সাথে সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। চোর ধরার জন্য সিসিটিভি লাগানো হয়েছে। যার মোবাইল চুরি হয়েছে সে এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখার পর কিছু জানায়নি। যার কারণে থানায় জানানো হয়নি। তবে সে যদি আইনগত ব্যবস্থা নিতে চাই আমরা তাকে সাহায্য করবো।’