• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৮:১৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৮:১৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ জুলাই মঙ্গলবার থেকে ৫ আগস্ট পর্যন্ত এই মৎস্য সপ্তাহ উদ্‌যাপন করা হবে। মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সকাল ৯টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২য় দিন উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ, ৩য় দিন উপজেলার মৎস্যজীবী ও চাষীদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, ৫ম দিন মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা, ৬ষ্ঠ দিন মৎস্য খাদ্য বিতরণ ও শেষ দিনে সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরে গৃহীত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি উল্লেখ করেন, ২০২২-২৩ অর্থবছরে মাটিরাঙ্গায় মোট মৎস্য উৎপাদন হয় ৯২৪.১ মেট্রিকটন।একই সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীসহ অনেকে উপস্থিত ছিলেন।