ফকিরহাটে ২টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি
বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ চুরির ঘটনা ঘটেছে।১ এপ্রিল মঙ্গলবার দিবাগত গভীর রাতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এতে ঘের মালিকদের ৭-৮লাখ টাকার ক্ষতি হয়েছে।ক্ষত্রিগ্রস্থ মৎস্য ঘের মালিকরা জানান, উপজেলার সদর ইউনিয়নের সিংগাতী এলাকায় কয়েক বছর ধরে পাশাপাশি দুটি ঘেরে মাছের চাষ করে আসছেন সাতশৈয়া এলাকার শেখ মুনছুর আলীর ছেলে শেখ মনিরুল ইসলাম ও শেখ আ. হামিদের ছেলে শেখ আ. হাই বাচ্চু। পাশাপাশি ঘের হওয়ার তারা দুজন রাতে ভাগাভাগি করে ঘের পাহারা দিয়ে থাকেন।কিন্তু ঈদের ব্যস্ততা ও শারিরীক অসুস্থতার কারণে মঙ্গলবার রাত ১১টার পর তারা কেহ ঘের পাহারায় যাননি। এ সুযোগে রাতে চোর চক্রটি দুটি ঘেরে বিষ দিয়ে সাদা ও চিংিড় মাছ চুরি করে নিয়ে গেছে। এছাড়া ঘেরের অবশিষ্ট যে মাছ ছিল সব বিষের প্রভাবে মারা গেছে।ঘের মালিক মনিরুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে তিনি ঘেরে গিয়ে দেখতে পান তার ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। এরপর জাল টেনে দেখেন চিংড়িসহ বড় সাইজের সাদা মাছগুলো নেই। ঘেরে বিষ দেয়ার ফলে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।পার্শ্ববর্তী ঘের মালিক হাই বাচ্চুর ঘেরে একই অবস্থা। তিনি বলেন, তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুটি ঘেরের ভেড়ীর উপর একটি বিষের খালি বোতল পাওয়া গেছে বলে জানান।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুটি মৎস্য ঘেরে বিস প্রয়োগের ঘটনাটি তিনি জেনেছেন। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেনি। ক্ষতিগ্রস্থ ঘের মালিকরা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।