• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪১:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪১:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নানা আয়োজনে কেরানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কেরানীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।১ আগস্ট বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে শহীদ মিনার প্রদক্ষিণ করে। পরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা জামান, সহকারী কমিশনার (রাজস্ব সার্কেল দক্ষিণ) রইছ আল রেজুয়ান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরাসহ উপজেলার বিভিন্ন মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। এ সময় মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য কাদের ফিস এন্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সভা শেষে উপজেলা চেয়ারম্যান শাক্তা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।