• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩০:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩০:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে ময়লার গাড়িচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন কারখানার শ্রমিকরা বের হয়ে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত জনতা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছেন, ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় শনিবার সকাল ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার একটি গাড়ি এক নারী শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ওই নারী শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে  উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা।খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। মহাসড়কের মাঝে থাকা সড়ক বিভাজকগুলো তুলে দেওয়া হয়েছে। ফলে যত্রতত্র পারাপার হতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।গাজীপুরের গাছা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।