• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ১০:৫২:১৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ১০:৫২:১৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে কালী পূজা উপলক্ষে ৫ দিনব্যাপী ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে ৫ দিনব্যাপী ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসাবে গোপালগঞ্জের মুকসুদপুরের জলিলপাড়ের কলিগ্রাম বঙ্গ রত্ন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ৫ দিনব্যাপী ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠান। এ অনুষ্ঠান উপভোগ করার জন্য সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান। ২০ জানুয়ারি সোমবার রাত ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা যায়, শ্রী শ্রী কালি পূজা উপলক্ষে উপজেলার জলিলপাড় ইউনিয়নের কলিগ্রাম বঙ্গ রত্ন ডিগ্রি কলেজ মাঠে সকল হিন্দু ধর্মালম্বীদের আয়োজনে সাতক্ষীরার জনবান্ধব  সম্প্রদায়ের ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠিত হয়।৫ দিনব্যাপী অনুষ্ঠানে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনি অবিলম্বে মঞ্চায়ন করা হয়। ধর্মীয় যাত্রাপালা বিজয়ন নদীর তীরে, অভিনয়ে ছিলেন নায়ক রবিন বাবু ও নায়িকা পূরবী দত্তের অভিনয়ে ধর্মীয় যাত্রাপালাটি অনুষ্ঠিত হয়। যাত্রা অনুষ্ঠান উপভোগ করতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক শ্রোতা উপস্থিতি ছিল।এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান টিকিয়ে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কার্য নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, আমাদের এলাকায় কেউ যদি চাঁদাবাজি করতে আসেন তাহলে আমাকে ও প্রশাসনকে সাথে সাথে জানাবেন, চাঁদাবাজদের বিরুদ্ধে তাৎক্ষণিক রাষ্ট্রের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ধর্মীয় অনুষ্ঠানে আগত সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন, পূজা কমিটির সভাপতি অধ্যক্ষ পলাশ বাড়ৈ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব জান মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন শেখ লিটন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান ইজাজ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (লিটু), জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী শেখ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল নাহিয়ান তুহান, উপজেলা কৃষক দলের সভাপতি, মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের বিপ্লব মোল্লা, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাজিদুর রহমান মুরাদ, পূজা কমিটির উপদেষ্টা সঞ্জয় বৈরাগী, পূজা কমিটির হিসাব রক্ষক আশিস বৈরাগী, কানাই বালা, নিতাই বিশ্বাস, দেবু বিশ্বাস, সুদর্শন গাইন, পার্থ বিশ্বাস প্রমুখ।