রাজস্থলীতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে।৬ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় রাজস্থলী উপজেলা প্রতিনিধির আয়োজনে স্থানীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রর সভাপতিত্বে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা ।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং উপজেলা প্রকৌশলী অনুপ বড়ুয়া, উপজেলা কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন দেব, কারিতাস প্রকল্প ম্যানেজার সাধন কৃষ্ণ চাকমা, থানার এস. আই. প্রিয়লালসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘ দিন ধরে দেশের মানুষের সমস্যা ও উন্নয়নের কথা সমানভাবে তুলে ধরছে। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।