মেহেরপুরে দেখা মিললো রকেট ইলিশের, মৎস্য কর্মকর্তা বললেন এ নামে কোনো ইলিশ নেই
মেহেরপুর প্রতিনিধি: দূর থেকে দেখে অনেকে মনে করেছিল চিতল মাছ। কিন্তু ব্যবসায়ী বলেন, মাছটির নাম রকেট ইলিশ। এলাকাবাসী বলছেন, রকেট ইলিশ নামে কোনো মাছের নামও শুনিনি, চোখেও দেখিনি। এই প্রথম মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলাম।প্রথমে মাছটির দাম ৮০০ টাকা কেজি বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রয় হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছটি ক্রয় করেন ১ হাজার ৭০ টাকায়।মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, প্রথমে মাছটি দেখে ভালো লাগলো তাই ক্রয় করলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইলো। মাছটা কিনে ভালো লাগছে। নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, আমরা মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা দরে কেজি বিক্রয় করে দিয়েছি।রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কিনা জানতে চাইলে ওই ব্যবসায়ী বলেন, হ্যাঁ, রকেট ইলিশ নামে মাছ রয়েছে।এ বিষয়ে গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান বলেন, রকেট ইলিশ নামে কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।