খোকসায় রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠিত
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা ব্লাড ডোনার্স সোসাইটি এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় সংগঠনের পক্ষ থেকে সেরা রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।৫ এপ্রিল শনিবার দুপুরে ব্লাড ডোনার্স সোসাইটির আয়োজনে লোটাস চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সুমন আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবির হোসেন সোহাগ, থানার ওসি শেখ মঈনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, লোটাস চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস, খোকসা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমল, ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক আকাশ হোসেনসহ রক্তযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।