রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে মারামারি, দুদিন বন্ধ একাডেমিক কার্যক্রম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলের ফাইনালে যাওয়া বাংলা বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগের দলের প্র্যাক্টিস ম্যাচে শিক্ষার্থীদের মারামারিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতাও স্থগিত করা হয়েছে।উক্ত ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের চেয়ারম্যানকে সদস্য, প্রক্টরকে (ভারপ্রাপ্ত) আহবায়ক ও আইন কর্মকর্তাকে সদস্য সচিব করে ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয়। একই সাথে এই ঘটনায় শিক্ষকদের সাথে অসদাচরণের তদন্তে উপ-উপাচার্যকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জানা যায়, মঙ্গলবার বিকেলে বাংলা বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মাঝে ভলিবলের প্রস্তুতি ম্যাচ খেলা শেষে কটুক্তি করা নিয়ে দুপক্ষের মাঝে বাকবিতণ্ডা ও পরে মারামারি শুরু হয়। বাকবিতণ্ডায় শিক্ষকেরা তাদের ফেরাতে চেষ্টা করলে তখন কিছু শিক্ষার্থী শিক্ষকদের সাথে অসদাচরণ করে বলেও জানা গেছে।