খেজুরের রস খেতে গিয়ে বাস চাপায় ৩ বন্ধু নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: খেজুরের রস পানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ভোরে বাড়ি থেকে বের হওয়া তিন বন্ধু অজ্ঞাত বাস চাপায় নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালীনগর যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।১৭ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন জনের দুজন নিহত হন। স্থানীয়রা অপর গুরুতর আহত আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- কাশিয়ানীর পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্ব দাসের ছেলে দীপু দাস (১৫) ও পিংগুলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মো. হৃদয় মৃধা (১৮)। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।পরিবার সূত্রে জানা যায়, শখের বশে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালীনগর যাচ্ছিল। পথি মধ্যে হিরণ্যকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হন।ওসি মো. রকিবুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে তিন কিশোর বন্ধুর মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিন জনই নিহত হন। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে ও এলাকায় গভীর শোক বিরাজ করছে।উল্লেখ্য- সম্প্রতি ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে যাওয়ার কারণে সর্বমহলে উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।