• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তি নগরে তিনটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে  দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তিনটি ভবনকে মোট ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।১২ জুন বুধবার দুপুর দেড়টায় মুক্তি নগর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন, রাজউকের জোন-৬ এর ৩ এর অথরাইজড অফিসার মো. রাজিবুল ইসলামসহ রাজউকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নকশা বহির্ভূতভাবে ভবনের সামনের অংশ বর্ধিত করা হয়েছে। ফলে বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়েছে।রাজউকের জোন ৭-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করা ভবনগুলো বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়েছে। একই অভিযোগে বর্ধিত অংশ বাড়ির মালিক নিজ উদ্যোগে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে।সকাল ১১টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।