কেরানীগঞ্জে অবৈধ স্থাপনায় রাজউকের অভিযান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচরে মিলিনিয়াম সিটিতে ড্যাপ কর্তৃক ঘোষিত জলাশয় ভরাট ও রাজউকের অনুমোদনহীন ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের ঘাটারচরে এ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম।এ সময় তিনি বলেন, জলাশয় ও কৃষি জমি ভরাট করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। ড্যাপ কর্তৃক ঘোষিত জলাশয়ের মাটি উত্তোলন করা হয় এবং রাজউকের অনুমোদনহীন ভবন নির্মাণ করায় ২টি ভবন ভেঙে দেওয়া হচ্ছে। মিলিনিয়াম সিটি খালের জায়গা ভরাট করে অবৈধভাবে বেশ কয়েকটি ভবন নির্মাণ করেছে৷ আমরা সেই ভবনগুলো ভেঙে দিয়েছি৷ কেরানীগঞ্জে খাল-নদী ভরাট করে কোনো ভবন নির্মাণ করা যাবে না৷অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের এ অভিযান চলমান থাকবে৷ অভিযানকালে কেরানীগঞ্জ মডেল থানার ৫ প্লাটুন পুলিশ, র্যাব-১০ এর ২টি টহল টিম, ডিবির ১টি টিম অভিযানে উপস্থিত ছিলেন।