রাজধানীতে রাবিয়ানদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় রাজশাহী ইউনিভার্সিটি এক্স. স্টুডেন্টস ইউনিটির পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৭ মার্চ শুক্রবার উত্তরা স্কয়ার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন রাবিয়ান ঢাকা উত্তরের সভাপতি মো. হাবিবুর রহমান সরদার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এ এ এম মাহাবুবুল হক উদয়, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, রুয়া ঢাকা ইউনিটির সভাপতি আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান, বাহাউদ্দিন বাহার, কাজী আজমল হক, জাকিরুল হক টিটন মিল্টন হোসেন, মোস্তাফিজুর রহমান মনির, মহিদুল ইসলাম, এইচ আর হাবিব সহ অনেকেই।অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ছিলেন মুহাম্মদ শামছুল মুরশীদ শিমুল ও সদস্য সচিব ছিলেন মো. সেলিম রেজা।প্রায় তিন শতাধিক রাবিয়ানদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।