• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ রাত ০৯:০২:২১ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ রাত ০৯:০২:২১ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

রাষ্ট্র পরিবর্তনে প্রবাসীরা প্রধান সহায়ক শক্তি: রাশেদ প্রধান

নরসিংদী প্রতিনিধি: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, রাষ্ট্র পরিবর্তনে প্রবাসীরা প্রধান সহায়ক শক্তি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবাসীরা যে উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। আমরা প্রবাসী ভাইদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকালে দলের পল্টন কার্যালয়ে নরসিংদী শিবপুরের বিশিষ্ট সমাজসেবক, ফ্রান্স প্রবাসী ইঞ্জি. মো. এনামুল হকের জাগপাতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ভার্চুয়ালী যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে জাগপাতে যোগ দেন ইঞ্জি. মো. এনামুল হক।রাশেদ প্রধান বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মসনদ থেকে শেখ হাসিনাকে হারিয়ে নরেন্দ্র মোদী দিশেহারা। তিনি এখন বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বানাতে চায়।তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষী, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল পাকিস্তানের শক্তি হ্রাস করার জন্য, কোনো মহৎ উদ্দেশ্যে নয়। বিজয়ের মহেন্দ্র ক্ষণে ভারতীয় বাহিনী বাংলার ভূখণ্ডে প্রবেশ করেছিল লুটপাটের উদ্দেশ্যে। পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার যোগ্যতায় ভারত বাংলাদেশের বিজয় দিবস ছিনতাই করতে চায়।এসময় উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, মো. মাহবুব উল আলম, ছাত্রনেতা মিরাজুল ইসলাম রাজ, যুব জাগপার জনি নন্দী।