• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ১০:৪৭:১৩ (13-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ১০:৪৭:১৩ (13-Jan-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছেন।১২ জানুয়ারি রোববার সকালে সাটুরিয়া উপজেলায় ফকুরহাঁটি ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান।এ সময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব অ্যাড. রকিবুর রহমান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান শরিফ, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।এ সময় বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, তাই জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে বলেও জানান।