• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৬:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৬:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সরকারি রাস্তা ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ, দুর্ভোগে শতশত কৃষক পরিবার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের খাসপাড়া (৮নং ওয়ার্ড) রাস্তাটির বেহাল দশা, দেখার যেন কেউ নেই। এ কাঁচা রাস্তাটি (নয়া সড়ক) দিয়ে হালুকাইদ, ধলিপাড়া ও ইজ্জতপুর গ্রামের শত শত কৃষক রাজেন্দ্রপুর বাজারে কৃষি পণ্য নিয়ে যাতায়াত করত। বর্তমানে খানা-খন্দকের কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।জানা গেছে, সাটিয়াবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে আলী তার স্বার্থে কৃত্রিম খানা-খন্দক তৈরি করে রাস্তাটি চলাচলের অনুপযোগী করেছেন। ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করে বলেন, 'আলী ঢাকা বন বিভাগকে মেনেজ করে পদ্মা পেপার মিলের বর্জ্য ড্রামট্রাকে করে নিয়ে বনে ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে পরিবেশের ভারসাম্যও নষ্ট করছে।'সাটিয়াবাড়ী এলাকার একাধিক ব্যক্তি জানান, দীর্ঘ দিনের সরকারি পুরানো বনের ভিতর দিয়ে শ্রীপুরের দিকে বয়ে চলা ১০ কিলোমিটার রাস্তাটির প্রায় দুই কি.মি. ব্যক্তি স্বার্থে ড্রামট্রাক দিয়ে পদ্মা বর্জ্য পরিবহনের কারণে বেহালদশা হয়েছে।স্থানীয় আলামিন নামের এক ব্যক্তি জানান, এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ হালুকাইদ ও ধলিপাড়ার শতশত কৃষক খাসপাড়া হয়ে রাজেন্দ্রপুর বাজারে সবজি নিয়ে যেত। কিন্তু বর্তমানে রাস্তাটি দেবে গিয়েছে এবং কাদার জন্য এ রাস্তাটি ব্যবহার করা অসম্ভব হয়ে পড়েছে। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আলী বলেন, ‘আমি বর্জ্য নিয়ে টাকা কামিয়েছি। পুনরায় আমি এ রাস্তাটি যতটাকা লাগে মেরামত করে দেব। তা আপনাদের কথা বলার দরকার নেই।'তবে ব্যক্তি স্বার্থে সরকারি রাস্তা নষ্ট করার ও মেরামত করার এখতিয়ার কি কারোর রয়েছে? এ প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেনি।