দৌলতপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের পারমস্তুল ও বিষ্ণুপুর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।২৭ জানুয়ারি সোমবার সড়ক দুর্ঘটনা রোধে আধা কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে পারমস্তুল ও বিষ্ণুপুর এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে খলসী ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বলেন, সড়কের পাশে কালীগঙ্গা নদী । এই রাস্তা দিয়ে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাসহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচল রয়েছে। সে সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হয়। রাস্তা সরু ও বিভিন্ন জায়গায় খানাখদল হওয়ার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন মোটরসাইকেল ঘুরার গাড়িসহ ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে।তারা আরও বলেন, এছাড়া কৃষি মৌসুমে এ অঞ্চল কৃষি নির্ভর হওয়ার কারণে চারটি ইউনিয়নসহ দৌলতপুর ও ঘিওরের বিভিন্ন জায়গা থেকে আসা পণ্যবাহী গাড়ি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। একটি গাড়ি অপর একটি গাড়িকে ক্রসিং করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে করে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। ৫০০ ফিটের এ সড়কটি সংস্কার করে যেন দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এমনটাই দাবি এলাকাবাসীর।