২৪ দিন রিমান্ডে অমানবিক নির্যাতন সহ্য করেছি: আব্দুস সালাম পিন্টু
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, “আমি কখনো কল্পনাও করিনি যে ভূঞাপুরের মানুষের সামনে এসে আবার কথা বলতে পারবো। জেলখানার ভেতর বসে ভাবতাম, আদৌ কি আপনাদের সঙ্গে দেখা হবে?”২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমার ওপর যে নির্যাতন হয়েছে, তা যদি আপনাদের কাছে বর্ণনা করি, গা শিউরে উঠবে। ২৪ দিন রিমান্ডে ছিলাম, আর সেই রিমান্ডে আমাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে, সারারাত চলার পর পরদিন আমাকে অর্ধমৃত অবস্থায় কোর্টে হাজির করা হয়। কোর্টের বারান্দায় পড়ে ছিলাম। সেদিনও আবার রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে দেখে তা নামঞ্জুর করেন এবং জেলিখানা পাঠান। এরপর দীর্ঘ সাড়ে পাঁচ মাস আমার চিকিৎসা চলেছে। ভাবুন, কী পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে আমাকে!”তিনি আরও বলেন, “হাসপাতালে থাকা অবস্থায় দেখেছি, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। তাদের মধ্যে অনেকে কয়েকদিনের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। কাঠের ড্রিল মেশিন দিয়ে তাদের পা, গোড়ালি ও পিঠে ছিদ্র করা হয়েছে। এসব আমি নিজ চোখে দেখেছি।”কারাবন্দি জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “২০১৮ সালে যখন আমাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, তখন আমাকে কনডেম সেলে রাখা হয়েছিল। সেখানেও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু আল্লাহ সবকিছু দেখেন। তিনি দেরি করেন, কিন্তু কাউকে ছাড় দেন না। আজকে আল্লাহ তাদের এমনভাবে ধরেছেন যে, তারা দেশ থেকেই বিতাড়িত হয়েছে।