• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নিউমার্কেট এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ঢাকা কলেজ রোভার

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে প্রায় শূন্য অবস্থায় পড়ে আছে ট্রাফিক বিভাগ। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। এ অবস্থায় শিক্ষার্থীরাই এখন ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে দেশ জুড়ে।রাজধানী ঢাকাতেও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে এক যোগে কাজ করছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা।১০ ও ১১ আগস্ট নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সড়কের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত ওভারব্রিজ ব্যবহারে যাত্রীদের পরামর্শ, দুর্ঘটনা প্রতিরোধে নিদিষ্ট স্টপে যানবাহন থামানো ও নিদিষ্ট লেনে গাড়ি চালানোসহ নানা ধরনের কাজ করে যাচ্ছে।ঢাকা কলেজের শিক্ষার্থী ও রোভার আরিফ বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো যেখানে সবাই সুষ্ঠু ও সুন্দর মনোভাব নিয়ে গড়ে উঠবে এবং একত্রে বসবাস করবো এই লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। ছাত্র হিসাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি কীভাবে আমার আশপাশের জায়গাকে সুন্দর করে গড়তে পারি। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মবিরতিতে আমার সুযোগ হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, আমি এখন সেটাই করার চেষ্টা করছি। যেন করে মানুষের ভোগান্তি দূর হয়।আরেক শিক্ষার্থী সজিব হোসেন বলেন, ছাত্ররা তাদের নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ শৃঙ্খলা বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলন ও এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত।ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক এসআরএম শাহাদাত হোসেন বলেন, দেশের সকল ক্রান্তিলগ্নে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ অগ্রণী ভূমিকা পালন করেছে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তারা ছিল সামনের সারিতে। আজ রাষ্ট্রের প্রয়োজনেও তারা নিজেদেরকে এগিয়ে দিয়েছে।তিনি আরও বলেন, ছাত্ররা বিনা স্বার্থে রাষ্ট্রের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা, রাস্তা-ঘাট মেরামত করা, চাঁদাবাজি প্রতিহত করা, বাজার মনিটরিং করা সহ ইত্যাদি বহুমুখী কাজ করে যাচ্ছে। যা আসলেই প্রশংসার দাবিদার। আমি মনে করি, দেশের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশের সকল স্কাউট সদস্যকে এমনই দেশ সংস্কারে এগিয়ে আসতে হবে।