• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৯:২৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৯:২৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

র‌্যাগিংয়ের দায়ে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী বহিষ্কার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: র‌্যাগিং দেওয়ার দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ১১জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।১১ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইফতেখার আহমেদ শিয়াম, স্বরূপ চন্দ্র মোদক, দিবাকর চন্দ্র সিংহ কাব্য, মোহাম্মদ সোহানুর রহমান সোহান, ফারহান হক, মোহাম্মদ তাহসীম উদ্দিন শামিন, ফয়সাল আহমাদ ভুঁইয়া, দিপায়ন মজুমদার সৃজন, অভিক পাল, বাহাউদ্দিন জাকারিয়া ও মোমিনুর রহমান শ্রেষ্ঠ।বহিষ্কার আদেশে বলা হয়, ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েট সম্মুখে অবস্থিত  ইমাম গাজ্জালী কলেজ গেটের সামনে নিয়ে হেনস্তা করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠিত কমিটি ১১জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। পরে বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিন কমিটি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত ১১ শিক্ষার্থী আগামী ছয় মাস ক্যাম্পাসের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবরে আপিল করার সুযোগ পাবেন। বহিষ্কৃত ১১ জন শিক্ষার্থী পুরকৌশল বিভাগে অধ্যায়নরত।এ ব্যাপারে ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, র‌্যাগিংয়ের দায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত ১১ জন শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি ও যাচাই বাছাই শেষে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।