• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৮:৪২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৮:৪২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা বর্ষণ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দেশের দক্ষিণাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে টানা বর্ষণ হচ্ছে।২৫ আগস্ট রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।একটানা ভারী বৃষ্টিপাতে চরম ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। খাল বিল ও পুকুর তলিয়ে একাকার হয়ে গেছে। জলাবদ্ধতার কারনে চাষাবাদ করতে না পেরে লোকসানে পড়েছেন আমন কৃষকরা। দুশ্চিন্তায় রয়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা।এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরার ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।