• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৫০:৩৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৫০:৩৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে স্বল্প দূরত্বের ট্রেন চালু হলেও বন্ধ রয়েছে ঢাকাগামী ট্রেন চলাচল

লালমনিরহাট প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ৪ আগস্ট লোকাল, মেইল ও আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলো নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করে দেয় তৎকালীন সরকার। কিন্তু ইতোমধ্যে লোকাল ও মেইল ট্রেনগুলো চালু হলেও রাজধানী ঢাকাগামী ট্রেনগুলোর চলাচল বন্ধ রয়েছে।বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে বন্ধ রয়েছে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি। তবে শীঘ্রই চলাচল শুরু করবে ট্রেনটি।লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নূরন্নবী ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে এটি আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।আগামী ১৭ আগস্ট শনিবার থেকে যথাসময়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।