ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে রমজানে অসাধু ব্যবসায়ী ও চাঁদাবাজি দমনে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা। এসময় কোনো অসংগতি লক্ষ্য করলে চেম্বারের হটলাইন নাম্বারে অভিযোগ করতে ব্যবসায়ীদের ও ভোক্তাদের আহ্বান জানানো হয়।৭ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি আবু জাফর ও পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।এদিকে রমজানে নগরবাসীর সুবিধা, ব্যাবসায়ের পরিবেশ ও ব্যবসায়ী স্বার্থ রক্ষার জন্য হটলাইন নাম্বার চালু করেছে চেম্বার। বাজারে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য দাবি করলে, ব্যবসায়ীরা সন্ত্রাসী ও চাঁদাবাজির শিকার হলে, ভেজাল পণ্য বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে চেম্বারের হটলাইন নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছেন চেম্বারের নেতৃবৃন্দরা। চেম্বারের হটলাইন নাম্বারটি হল: ০১৭৮৮৮০২১২২।এসময় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা বাজারের ব্যবসায়ী সালেহ আহম্মেদ নিলু, আশক আলী, ফতুল্লা বাজার সমিতির কোষাধ্যক্ষ রহমতুল্লাহসহ স্থানীয় ব্যবসায়ীরা।