• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪০:১৪ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪০:১৪ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের লেপ-তোষক কারিগররা

মেহেরপুর প্রতিনিধি: ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে  গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।এ বছর তুলার মূল্য বৃদ্ধির করণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। লেপ-তোষকের দাম দ্বিগুণ বৃদ্ধি পেলেও তাদের মুজুরি একই রয়েছে। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা ৫শ’ থেকে ৬শ’ টাকা আয় করেন। বছরে প্রায় আট মাস অনেকটা অলস সময় কাটাতে হয় তাদের। অনেকেই আবার ভিন্ন পেশায় নিয়োজিত হয়। বর্তমান বাজারে লেপ তৈরিতে খরচ নেওয়া হচ্ছে, ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা এবং তোষক ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। মেহেরপুরে ক্রেতারা শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন।স্থানীয় চারজন কারিগর জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে তিন থেকে পাঁচটি লেপ তৈরি করতে পারে। একইভাবে দিনে চার-পাঁচটি তোষক তৈরিতেও সমপরিমাণ সময় ব্যয় হয়।স্থানীয় দুইজন পাইকারী ব্যাবসায়ী জানান, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।স্থানীয় একজন খুচরা ব্যাবসায়ী বলেন, গ্রামে গ্রামে আমরা অর্ডার নিয়ে কাজ করি। প্রতিটি লেপ-তোষকে ৪০০ থেকে ৫০০ টাকা লাভে বিক্রয় করি।