• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৮:৪৮ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৮:৪৮ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ

নিউজ ডেস্ক: সারা বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে কিছুটা অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। যা আগের সূচকে যা ছিল ১০২তম।সূচকে উন্নতি হলেও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বর্তমানে বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারবেন। যা আগে ছিল ৪২টি।সম্প্রতি লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে আসে। ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়।আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠনের (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এ সূচক প্রকাশ করা হয়। পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়।যেই দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী।নতুন সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর পরে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। এ দেশগুলোর পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।এদিকে, কিছুটা শক্তিশালী হয়েছে ভারতীয় পাসপোর্ট। আগে ৮৫তম থাকলেও ভারত সরকারের দেয়া পাসপোর্টের অবস্থান এখন ৮২তম। এ পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৫৮টি দেশ ভ্রমণ করতে পারেন।অন্যদিকে, পাকিস্তানেরও কিছুটা উন্নতি হয়েছে। এবার ১০০তম স্থানে রয়েছে দেশটি, আগে ছিল ১০৬তম। তালিকার তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। ১০৩তম স্থানে রয়েছে দেশটির পাসপোর্ট।