• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৬:২৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৬:২৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

‘সুখবরের’ নামে উচ্চ শব্দে মাইকিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

পাবনা (ভাঙ্গুড়া) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার মানুষের প্রতিদিন ঘুম ভাঙে বিভিন্ন পণ্য প্রচারে ব্যবহার করা মাইকের উচ্চ শব্দে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে পোলট্রি মুরগির দাম হ্রাস থেকে শুরু ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকের প্রচারণা, বিশাল গরু-মহিষ জবাই ইত্যাদি নিয়ে প্রচার চালানো হয়। কোনো নিয়মনীতি না মেনে ‘সুখবরের‘ নামে মাইকের আওয়াজে অতিষ্ঠ পৌর শহরের বাসিন্দারা।সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা এর প্রতিকার চেয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। উচ্চ শব্দে মাইকিং বন্ধের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।পৌরসভার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, প্রতিদিন বিভিন্ন পণ্য ও সেবার সুযোগ-সুবিধা নিয়ে মাইকিংয়ের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শব্দ দূষণ করছে। এতে পৌরবাসীর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।পৌর শহরের ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ী আলহাজ্ব সাইফুল ইসলাম বলেন, ‘শহরে মাইকের শব্দে দোকানে বসে থাকাটাই কষ্টকর হয়ে পড়েছে। মাইকের শব্দে বেচাকেনা করাও কঠিন। কাস্টমারের কথাও ঠিক করে শুনতে পারি না।’শিক্ষার্থী নিশান বলেন, ‘নির্দিষ্ট কোনো সময় না মেনে শহরে প্রতিদিন সুখবরের নামে উচ্চ শব্দে মাইকিং করা হয়। প্রতিদিন সুখবর, সুখবর শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এতে আমাদের পড়াশোনায় সমস্যা হয়। প্রশাসনের এতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’শব্দ দূষণের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম বলেন, উচ্চ শব্দে মাইকিং চলতে থাকলে পর্যায়ক্রমে পৌরবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে। একপর্যায়ে শ্রবণ সমস্যায় ভুগতে হবে।