• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৫:৪৩ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৫:৪৩ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

জেটেব জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি: জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর জয়পুরহাট জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।এতে ইঞ্জিনিয়ার তাইজুল ইসলামকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মিনহাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আহ্বায়কের দায়িত্ব পাওয়া ইঞ্জিনিয়ার তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ৫ জানুয়ারি জেটেবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ স্বাক্ষরিত এক তালিকায় এই কমিটি অনুমোদন দেন।কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আহসান হাবিব সৈকত, ইঞ্জিনিয়ার কবির প্রামাণিক সুমন ও ইঞ্জিনিয়ার রেজুয়ান মন্ডল রেজা।এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, ইঞ্জিনিয়ার রাসিব হোসেন, ইঞ্জিনিয়ার আল আমিন হোসেন, ইঞ্জিনিয়ার আরিফ বিল্লাহ, ইঞ্জিনিয়ার স্বাধীন হোসেন, ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, ইঞ্জিনিয়ার আহানুর রহমান, ইঞ্জিনিয়ার মিন্টু মিয়া, ইঞ্জিনিয়ার শিপন হোসেন, ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, ইঞ্জিনিয়ার হাফিজুরর রহমান বাবু ও ইঞ্জিনিয়ার কাফি হোসেন।আহ্বায়ক তাইজুল ইসলাম জানান, জেটেব জয়পুরহাট জেলা কমিটি বাংলাদেশের পোশাক রপ্তানি শিল্পকে সমৃদ্ধ করতে ও বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালনে নিরলসভাবে কাজ করবে।