• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ছাত্রদলের শান্তি মিছিল

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা।৭ আগস্ট বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অনুষ্ঠিত শান্তি মিছিলে নেতৃত্বে দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার।মিছিলটি মহাসড়কের সরকার মার্কেটের সামনে থেকে বের হয়ে নাসির গ্লাস মোড় থেকে ঘুরে আবার সরকার মার্কেটের সামনে এসে শেষ হয়।পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার শান্তি সমাবেশে বক্তব্য রাখেন।এ সময় তিনি বলেন, এ দেশের ছাত্র-জনতা স্বৈরশাসক শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বাংলার জমিন থেকে। শেখ হাসিনার হাত থেকে পুরো দেশ আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা বিনষ্ট করার জন্য আওয়ামী লীগের দালালরা শান্তি-শৃঙ্খলা বঙ্গ করছে। পাশাপাশি সংখ্যালঘু ভাই-বোনদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর দোষ পড়ছে সাধারণ ছাত্র জনতার ওপর। তাই কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তি সমাবেশ ও শান্তি মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতা কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।