গলাচিপায় দুই মণ নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ২ মণ নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করেছে উপজেলা বন বিভাগ।৩০ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনিকান্দি বাজারে উপজেলা বনবিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করে দুই মণ নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। পরবর্তীতে গলাচিপা বন বিভাগের প্রতিনিধিরা জব্দ করা শাপলা পাতা মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের বিএম মো. নাঈম হোসেন।উপজেলা বন বিভাগের বিএম মো. নাঈম হোসেন বলেন, নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করে আমরা নিয়ে আসি। পরবর্তীতে জব্দকৃত মাছের খবর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমকে জানালে তারা জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ধ্বংস করতে বলেন। আমরা তাদের নির্দেশক্রমে মাটিতে পুঁতে দেই।এ বিষয় উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা উপজেলার চিকনিকান্দি বাজারে অভিযান পরিচালনা করে দুই মণ শাপলা পাতা মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।