শাহপরীর দ্বীপকে পর্যটনমুখী করা হবে: পর্যটন উপদেষ্টা
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর পরিদর্শন করেছেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও সচিব নাসরীন জাহানসহ প্রতিনিধি দল।৬ ডিসেম্বর শুক্রবার সকালের দিকে পরিদর্শনে যান তাঁরা। এসময় এশিয়ান টিভিকে তিনি জানান, এই দ্বীপের অবকাঠামো উন্নয়নসহ এলাকাটিকে পর্যটন মুখী অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।মিয়ানমারে তীব্র গোলাগুলির কারণে শাহপরীর দ্বীপের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এটা নিয়ে তেমন কুটনৈতিক প্রচেষ্টা নয়, বাংলাদেশের পক্ষ থেকে গুলাগুলি বন্ধে বড়ো জুড় তাদের অনুরোধ করা যায়।এসময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন, পুলিশ, কোস্টগার্ড ও টেকনাফ ২ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।প্রতিনিধি দলটি শাহপরীর দ্বীপ বিজিবির সাউদার্ন পয়েন্টে কিছুক্ষণ অবস্থানের পরে দ্বীপের বেড়িবাঁধ ও জেটিঘাট পরিদর্শনে যান। দুপুরের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন তারা।