দশম গ্রেডের দাবিতে রাজধানীতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমাবেশ করছেন।২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়।সমাবেশস্থলে শিক্ষকরা ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ম গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিচ্ছেন।এ সময় শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে।প্রসঙ্গত, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।