কুষ্টিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থী পেল আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি
মিরপুর ও ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: ‘মেধা মননে আলোকিত হোক আগামী প্রজন্ম’ এই স্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও ক্যারিয়ার কেয়ারের ব্যবস্থাপনায় কুষ্টিয়া আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান করা হয়েছে।২ এপ্রিল বুধবার সকাল ১১টায় শহরের দিশা টাওয়ার মিলনায়তনে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সমগ্র কুষ্টিয়া জেলা থেকে এসএসসি ও সমমান-২০২৩ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে এককালীন ২০ হাজার টাকা করে সর্বমোট ১০ লক্ষ টাকার এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।এ অনুষ্ঠানে হাফিজ আল আসাদ সোহাগের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বশির আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষাবৃত্তি শিক্ষার্থী আবিদ হাসান রাতুল।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের চেয়ারম্যান নার্গিস আহমেদ, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মুন্সি কামরুজ্জামান, প্রফেসর ড. সুজন আলী, আলহাজ্ব বেলায়েত শিক্ষাবৃত্তির আহ্বায়ক ও জাতীয় সাতার প্রশিক্ষক মো. আমিরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকে যুগ্ম পরিচালক বিশিষ্ট লেখক গবেষক, সংগঠক নাজমুল হুদা।সভাপতির বক্তব্যে আলহাজ্ব বশির উদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য হবে মহৎ। আমরা তাকিয়ে দেখবো আমাদের অতীত। আমরা চাই আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে। সর্বশেষ তিনি তার পিতা আলহাজ্ব বেলায়েত হোসেন ও তার পরিবারের প্রতি দু’আ কামনা করেন।এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন যেভাবে দাঁড়িয়েছেন তা অনুপ্রেরণামূলক। এরকম শিক্ষা উদ্দীপনামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি এ বৃত্তির কলেবর আরও বৃদ্ধির আহ্বান জানান।কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মুন্সি কামরুজ্জামান বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, তাই শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। নান্দনিক ও ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহমূলক বৃত্তি প্রদানের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, অনুপ্রেরণামূলক জন্য দরকার পরিশ্রম ও মেধা। তোমরা তোমাদের পরিশ্রম ও মেধা মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে নিজের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে এটাই প্রত্যাশা।