• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৩:৫০ (12-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৩:৫০ (12-Apr-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় পিক-আপ ভ্যানের চাপায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় পিক-আপ ভ্যানের চাপায় মো. রাফি নামে (১১) এক ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে।২২ মার্চ শনিবার বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার টু মেঘদাইর সড়কের ইয়াকুব মিজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।এ সময় তাওহীদুল নামে আরেক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাফি কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মিজান মাস্টার বাড়ির মকবুল হোসেনের ছেলে।এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক পিক-আপটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে। পরে পিক-আপ ভ্যানটি কচুয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপ গাড়িটি গুলবাহার থেকে মেঘদাইর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। অপরদিকে রাফি তার বন্ধু তাওহীদুলকে সাইকেলের পিছনে বসিয়ে গুলবাহারের দিকে আসছিল। ইয়াকুব মিজি বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা পিক-আপটি রাফিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।এ বিষয়ে কচুয়া থানার  অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছে। পিক-আপ ভ্যান জব্দ করা হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।