শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকারীদের প্রতিনিধি দল
তিতুমীর কলেজ প্রতিনিধি: পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে মহাখালীর আমতলীতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা। এসময় ঢাকা ময়মনসিংহ সড়কে মহাখালী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। শিক্ষার্থীরা তা মেনে নিয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন।আন্দোলনরত শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ বলেন, আমরা পুলিশের অনুরোধে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছি। আমাদের থেকে ১০ সদস্যদের একটি টিম আজ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে যাবেন। সেখানে পুলিশের দুইজন সদস্যও থাকবেন।এর আগে, সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলো। তাদের দাবিগুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নেয়া হলে আরও কঠোর কর্মসূচি আসবে বলেও জানান তারা।