সৈয়দপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ মে মঙ্গলবার উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়।সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কর্মসূচিতে ছিল শিক্ষা পদক প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্লাস্টারভিত্তিক প্রাক প্রাথমিক শ্রেণি সজ্জিতকরণ ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। এ সময় তিনি বিজয়ীদের হাতে সনদ তুলে দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।