দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাস গঠনে অঙ্গীকারবদ্ধ বললেন বাকৃবি শিবির সভাপতি
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নব নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির প্রতিষ্ঠার সময় থেকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বিগত ১৫ বছর ছাত্ররাজনীতির যে ভয়াবহ রূপ দেখেছি আমরা আমাদের ক্যাম্পাসে আর দেখতে চাই না। বাকৃবি ক্যাম্পাসে র্যাগিং ও সেশনজট মুক্ত এবং দখলদারিত্ব মুক্ত শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে, সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবিতে তাদের পাশে থাকার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।৮ জানুয়ারি বুধবার বাকৃবি শাখা শিবিরের ২০২৫ সালের নতুন সভাপতি ও সেক্রেটারির বিষয়টি জানানোর সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ৫ জানুয়ারি রোববার সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাকে সভাপতি নির্বাচিত করা হয় বলেও জানান তিনি।তিনি আরও জানান, কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। ফলাফল ঘোষণার পর শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম, সদস্যদের পরামর্শের ভিত্তিতে, শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন এবং তার নাম ঘোষণা দেন।সভাপতি ফখরুল ইসলাম কৃষি অনুষদ এবং সেক্রেটারি আবু নাসির ত্বোহা পশুপালন অনুষদে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।