• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৫৪:৪৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৫৪:৪৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জের বড় শত্রু ভারত: সৈয়দ জামিল আহমেদ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের বড় শত্রু ভারত। কারণ, ভারত থেকে এখানে মাদক আসছে, তাই ভারত আপনাদের পায়ে কুড়াল মারছে। সুতরাং ভারত থেকে এগুলো আনা বন্ধ করেন।  ২৬ জানুয়ারি রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলার সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় সভা এবং শিল্পকলা ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কালাচারাল অফিসার শাহাদাত হোসেন, গম্ভীরা শিল্পী মাহবুব আলম, অনিতা রায় প্রমুখ।  ড. সৈয়দ জামিল আহমেদ আরও বলেন, ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মেরামতের জন্য প্রায় ২০ লাখ টাকা দরকার। আশা করি, দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।  তিনি বলেন, শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে দর্শক বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে এবং সুষ্ঠু সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।পরে তিনি অতিথিদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।