• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৪:১১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৪:১১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে আজ মঞ্চায়ন হবে চিরায়িত বাংলা নাটক দণ্ডধর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আজ মঞ্চায়িত হবে চিরায়িত বাংলা নাটক দণ্ডধর। বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে জেলা শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় উদ্বোধনী প্রদর্শনী মঞ্চায়ন হবে সন্ধ্যায়।পৌর টাউন হল মিলনায়তনে আয়োজিত নাটকটির প্রযোজনা করেছেন জেলা শিল্পকলা অ্যাকাডেমির রেপাটরি নাট্যদল । অসাম্প্রদায়িক স্মার্ট  বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এ পরিকল্পনা গ্রহণ করেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চায় নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশের প্রতিটি জেলায় চিরায়িত বাংলা নাটক মঞ্চায়নের জন্য এর আয়োজন করা হয়।এরই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় ২৫ মে শনিবার পৌর টাউনহল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক দণ্ডধর। জেলা প্রশাসনের  সহযোগিতায়, নাট্যকার মুনির চৌধুরীর লেখায় নাটকটি নির্দেশনা দিচ্ছেন অভিজিৎ সেনগুপ্ত ।নাটকটির সমন্বয়কারী হিসেবে রয়েছেন জেলা শিল্পকলা অ্যাকাডেমির কর্মকর্তা মনিরুজ্জামান মনির। প্রযোজনা নির্মাণ ও মঞ্চায়ন নির্বাহী হিসেবে রয়েছেন  আলী আহমেদ মুকুল। নাটকটিতে যারা অভিনয় করবেন তারা হলেন- টিংকুরঞ্জন মল্লিক, মাহাতব উদ্দিন আরজু, নুপুর দেবনাথ, শান্তন দাস, ডালিম কুমার দাস টিটু এবং স্বর্ণা দেবনাথ।শত কর্মব্যস্ততার মধ্যে আগামী ২৫ মে শনিবার সন্ধ্যা ৭টায় লক্ষ্মীপুর টাউন হলে সুন্দর একটি নাটক মঞ্চায়নের মাধ্যমে দর্শক পাবে আত্মতৃপ্তি এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।