• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৯:২৯ (16-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৯:২৯ (16-Apr-2025)
  • - ৩৩° সে:

রূপগঞ্জের শিশুকে ধর্ষণের চেষ্টার, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ রূপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।১৪ এপ্রিল সোমবার কিশোরগঞ্জ সদর থানার চরশোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জয়নাল আবেদীন জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজা হবদেশ গ্রামের গোলাপ খলিফার ছেলে।র‌্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, কহিনূর বেগম নামে এক শ্রমিক রূপগঞ্জ ঠাকুর বাড়িরটেক এলাকায় ‘সিম গার্মেন্টসে’ চাকরি করেন। তার ৫ বছর বয়সী একটি শিশু কন্যা সন্তান রয়েছে। শিশুটি ঠাকুর বাড়িরটেকে ‘রহিমা মোজাফফর ক্যাটেল ফার্মে’ ছাগলের বাচ্চা দেখতে যায়। গত ১ এপ্রিল বিকেলে ফার্মের রাখাল অভিযুক্ত জয়নাল আবেদীন শিশুটিকে ডেকে খামারের পূর্ব পাশে ধানক্ষেতের আইলে ছাতার নিচে নিয়ে, শিশুটির পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।অভিযোগ সূত্রে আরও জানা যায়, এই জঘন্যতম ও বর্বরোচিত ঘটনাটি ঘটার পরই পলাতক আসামিকে গ্রেফতারের জন্যে র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি মাধ্যমে ১৪ এপ্রিল কিশোরগঞ্জ চরশোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।