• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:১২:১৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:১২:১৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ৩ বছরের শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিন বছর বয়সী এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজন ১৪ বছর বয়সী কিশোর।গত ৭ মার্চ সন্ধ্যায় শিশুটি তার পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। একপর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মা বিষয়টি টের পান এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।শিশুটির পরিবার মানসিকভাবে ভীষণ চাপে রয়েছে। তারা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বিগ্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের আশ্বাস দিলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানিয়েছেন," অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে"।