এক যুগেও সংস্কার হয়নি শিবগঞ্জের শিশু পার্ক
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিশু পার্কে শুধু জমিটুকু পড়ে আছে। পার্কটি দেখভাল করার যেন কেউ নেই। সন্ধ্যার পর মাদক কারবারিরা এখান থেকেই মাদক ব্যবসা করে। কিন্তু পাশেই রয়েছে শিবগঞ্জ থানা। কোনো কিছুর তোয়াক্কা না করেই মাদক কারবারিরা মাদকের রমরমা ব্যবসা করছে।উপজেলার একমাত্র শিশুপার্কটি ১২ বছর পরেও সংস্কার হয়নি। সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই পার্কটি। শিশুদের বিনোদনের জন্য নির্মিত লোহার খেলনাগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন আগাছা এবং কাদায় ভরে গেছে মাঠ। এতে কোমলমতি শিশুরা বঞ্চিত হচ্ছে তাদের বিনোদন থেকে।জানা গেছে, ২০০৩ সালে শিশুদের চিত্ত বিনোদনের কথা চিন্তা করে তৎকালীন সরকার এলজিইডির মাধ্যমে শিবগঞ্জ পৌরসভার পূর্ব পাশে শিশু পার্ক স্থাপন করা হয়। পুরো মাঠ ইট ও বালু ব্যবসায়িকদের দখলে। এছাড়া বিভিন্ন আগাছায় ভরে গেছে শিশু পার্ক। শিশুর পরিবর্তে প্রতিদিন সকাল-বিকেল দেখা যায় মাঠ ভর্তি গরু-ছাগল।কিন্তু বর্তমানে এটি উল্টো শিশুদের বিচরণের জন্য ঝুঁকিপূর্ণ জায়গা হয়ে উঠেছে। বখাটেদের উৎপাত, মাদক সেবন, ইভটিজিং সবই চলে এখানে।শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু জানান, শিশুদের কথা বিবেচনা করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এমপির সাথে কথা বলি। শিশু পার্কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।