• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৬:৩১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৬:৩১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

রানওয়েতে শিয়ালের দৌড়াদৌড়ি, ২৫ মিনিট পর নামল বিমান

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণের সময়ে শিয়ালের দৌড়াদৌড়ির কারণে একটি ফ্লাইট ২৫ মিনিট পরে অবতরণ করেছেন। এতে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ২৫ মিনিট আকাশে ঘুরার পর নিরাপদে অবতরণ করেন। এতে যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়।৩১ মে শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষের অজান্তেই শিয়ালটি রানওয়েতে প্রবেশ করেন।জানা যায়, সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের সময়সূচি ছিলো। বিমান অবতরণের সময়ে পাইলট নিচে একটি শিয়ালকে ছুটাছুটি করতে দেখতে পায়। তৎক্ষণাৎ পাইলট বিষয়টি বিমান কর্তৃপক্ষে জানালে তারা নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দেন। পরে ২৫ মিনিট পরে বিমানটি নিরাপদে অবতরণ করেন।এবিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, রানওয়েতে একটি শিয়াল প্রবেশ করেছিলো। নিরাপত্তাকর্মীরা সেটিকে তাড়িয়ে দেয়। এটি বড় ধরনের কোন ঘটনা নয়। পরে নিরাপদে বিমানটি অবতরণ করে।