• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ভোলার তজুমদ্দিনে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বেড়েছে শীতজনিত রোগ। দুপুর গড়িয়ে বিকেলেও তজুমদ্দিনে দেখা মিলছে না সূর্যের। কুয়াশায় চারপাশ ঢাকা।শীতে জুবুথুবু প্রাণ-প্রকৃতি। শীতের এমন প্রকোপে তজুমদ্দিনে বাড়ছে ভাইরাস ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর-সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে প্রতিদিনই তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন আক্রান্তরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক কামরুজ্জামান উজ্জ্বল বলেন, ঋতু পরিবর্তনের ফলে শীতকালে শিশুরা খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে শিশুকে আরামদায়ক ও গরম কাপড় পরিয়ে রাখতে হবে বলেও জানান তিনি।